কিছু ব্যক্তিত্বের নামটুকুই যথেষ্ট। আলাদা করে পরিচয়ের প্রয়োজনীয়তা নেই। যেমন 'সলিল চৌধুরী'। এই ব্যতিক্রমী সংগীতস্রষ্টা শুধু বাংলা বা হিন্দি ভাষাতেই নয়, ভারতীয় মোট এগারোটি ভাষার গানে সুরযোজনা করেছেন। এই কিংবদন্তি স্রষ্টার জন্মশতবর্ষ পালনের অঙ্গ হিসেবে 'সৃজনশীল শিল্পী সলিল চৌধুরী' শীর্ষক একটি অনুষ্ঠান উপস্থাপিত করতে চলেছে 'সুরধ্বনি' সংস্থা আগামী ১৩ জুলাই, ২০২৪ বিকেল ৪টে থেকে, উদয়ন কলাকেন্দ্র কলকাতায়। এই অনুষ্ঠানটি প্রকৃতপক্ষে সলিল চৌধুরীর গান নিয়ে একটি বিশেষ কর্মশালা। সত্তর জন শিক্ষার্থী নির্দিষ্ট প্রবেশমূল্য দিয়ে এতে অংশ নিতে পারবেন। সংগীতের বিভিন্ন ক্ষেত্রের গুণীজনেরা এই অন্তরঙ্গ কর্মশালায় সলিল চৌধুরীর সংগীত সৃজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও বিশ্লেষণ করবেন, উদাহরণ হিসেবে গানও পরিবেশিত হবে। আলোচনায় স্রষ্টার কাজের বিশ্লেষণাত্মক ব্যাখ্যার পাশাপাশি আসবে স্রষ্টার সংগীত -রচনা সম্পৃক্ত নেপথ্যের নানা কৌতূহলকর কাহিনীও।
Srijan Shilpi-Salil Chowdhury
Timings
Show Starts: 13th Jul. '24 at 4:00pm
Udayan Kala Kendra, Kolkata
318/C, Prantik Pally Rd, Rajdanga, Kasba, Kolkata, West Bengal
PIN - 700107
-
Inauguration: Haimanti Shukla
-
Host: Kalyan Sen Barat, Srikanta Acharya.
-
Singer: Disha Roy, Sujoy Bhowmik
-
Special Guest: Samir Khasnobis, Prasanta Sen & Swapan Sen